বিদ্যুৎস্পৃষ্টে যুবকের পানিতে ডুবে শিশুর মৃত্যু বাঁশখালীতে

বি,এন ডেস্কঃ
বাঁশখালী উপজেলার কাথারিয়ার ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ লাগাতে গিয়ে গতকাল বিকাল ৪টার দিকে মোহাম্মদ পারভেজ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। অপরদিকে শীলকূপ ইউনিয়নে দুপুর আড়াইটার দিকে পুকুরের পানিতে ডুবে রাহাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পৃথক দুই দুর্ঘটনার মধ্যে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, কাথারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বরইতলী গ্রামের জনৈক কামাল উদ্দিনের বসতঘরে নতুন মিটারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ৫নং ওয়ার্ডের বাইমাঝি পাড়ার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ পারভেজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হন। তাকে হাসপাতালে আনার পথে তিনি মারা যান। স্থানীয়দের অভিযোগ, বাঁশখালী পল্লী বিদ্যুতের নতুন লাইন সংযোগের জন্য বিদ্যুৎ অফিসের বাইরে চায়ের দোকান ও আবাসিক ঘরে ২০/২২ জন দালাল রয়েছেন। এই দালাল দলের সদস্য কাথারিয়ার আরকান ও বৈলছড়ির ইব্রাহিম নামের ২ যুবক কাথারিয়া ইউনিয়নের বরইতলী গ্রামের একটি বসতবাড়িতে বিদ্যুৎ অফিসের কর্মকর্তার স্থলে ভাড়াটে লোক দিয়ে বিদ্যুৎ খুঁটি থেকে সংযোগ দিতে গিয়ে বরইতলী ফকিরাবাপের বাড়ির কামাল উদ্দিনের বসতঘরের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
বাঁশখালী থানার এস.আই মোহাম্মদ বেলাল বলেন, কাথারিয়া বরইতলী গ্রামের বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ