সিয়াম মাহমুদ সোহেলঃ
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ের ১ নং ওয়ার্ড নতুন জেল
 গেইটে অগ্নিকান্ডে পুড়ে গেছে বসতবাড়ি সহ গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। জানা 
গেছে অদ্য দুপুর ১২ টার দিকে মৃত ইসলাম সওদাগরের বাড়িতে অগ্নিকান্ড ঘটেছে। 
বাড়িতে  কেউ উপস্থিত না থাকা সত্বেও   চুলার ও কোন সংযোগ নেই। তবে কেন 
অগ্নিকান্ড ঘটেছে এ নিয়ে নানা প্রশ্নের উত্তর খুজছেন এলাকার সচেতন লোকজন।  
তারা জানান ফায়ার সার্ভিস আসার আগেই সব কিছুই পুড়ে ছায় হয়ে গেছে। সম্প্রতি জানা যায়,  গত ৮ মাস আগেও একই বাড়িতে 
অগ্নিকান্ডের ঘটনা ঘটে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় অসহায় পরিবারের।  
স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া সাহায্যে ঘরবাড়ী পূর্ণাঙ্গ গড়ে তুলতে পারেনি 
ভূক্তভোগী পরিবারটি। এর পিছনে অন্য কারো হাত আছে বলে সন্দেহ করছেন 
প্রতিবেশীরা। ভুক্তভোগি পরিবারটি অসহায়ত্বের দাবী নিয়ে স্থানীয় মেম্বার চেয়ারম্যান এর কাছে সহযোগীতা চেয়েছেন বলে দাবী করেন স্থানীয় জনসাধারণ।


0 মন্তব্যসমূহ