বাঁশখালীর ক্ষুদে বিজ্ঞানী আসিরের বিমান উড়ল আকাশে,ভিডিও ভাইরাল

বাঁশখালী প্রতিনিধিঃ
বাঁশখালীর পুঁইছড়ির ইউনিয়নের ২নং ওয়ার্ডের লোসাই পাড়া গ্রামে মোহাম্মদ আসিরের জন্ম।তার বাবার নাম মোঃ শাহাব উদ্দিন।সে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এম.এ কাশেমের খালাতু ভাই।ছোটবেলা থেকে তার স্বপ্ন বিমান তৈরী করে আকাশে উড়াবে।অবশেষে কঠুর পরিশ্রম সাধনার বিনিময়ে ১ঘন্টার সময় ধরে রিমোট কন্ট্রোলের নিয়ন্ত্রণে বিমান তৈরী করে আকাশে উড়ালো আসির।আকাশে বিমান উড়ানোর ভিডিও ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে।যে ভিডিওটি সারাবিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।আসিরের প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় পুঁইছড়ি ইজ্জতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে।এরপর প্রাথমিক সমাপনী উত্তীর্ণ হয়ে ভর্তি হন পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে।মানবিক বিভাগ নিয়ে মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন মাষ্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজে।ভাগ্যের নির্মম পরিহাস এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেননি।দমে যান নি আসির।বিমান বানানোর জন্য যন্ত্রাংশ সংগ্রহ করে অবশেষে তৈরী করে আকাশে উড়ালেন।ক্ষুদে বিজ্ঞানী আসিরের স্বপ্ন বাস্তবে পরিণত হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ