বিএন ডেস্কঃ 
নেপালের কাঠমান্ডুর ত্রিভুব বিমান বন্দরে বিমান ধ্বসে আহত শাহীন ব্যপারীকে 
ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ)  নিয়ে আসা হয়েছে বিকাল ৫ টা ১০ মিনিটে। 
বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০৭২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক 
বিমানবন্দরে পৌঁছান বেলা ৩টা ৩২ মিনিটে। তার বাড়ি নারায়নগঞ্জের 
সিদ্ধিরগঞ্জে, বয়স ৪২। দেশে তার স্ত্রী কন্যা রয়েছে। তিনি একাই গিয়েছিলেন 
নেপালে ঘুরতে। ইউএস বাংলা এয়ার লাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত হন ৪৯ জন তার
 মধ্যে বাংলাদেশি ২৬ জন। 
আহত ৬ জন যাত্রীকে পর্যায়ক্রমে দেশে নিয়ে আসা হয়েছে আবার দু’জনকে উন্নত 
চিকিৎসার জন্য ভারত ও সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তার আগে নেপাল থেকে শেহরিন
 আহমেদ, কামরুন্নাহার স্বর্ণা, মেহেদী হাসান, আলমুন্নাহার অ্যানি ও রাশেদ 
রুবায়েত ঢাকায় ফিরেছেন। তারাও এখন ঢামেকে চিকিৎসাধীন আছেন। ঢামেকের বার্ন 
ইউনিটের কর্তব্যরত ডাক্তার সামন্ত লাল বলেন, শাহীন ব্যাপারীর শরীরের ১৬ 
শতাংশ বার্ন রয়েছে এবং অন্যান্য আহতরাও শঙ্কামুক্ত নয়। এদিকে বাংলাদেশ থেকে
 নেপালে যাওয়া সাতজন ডাক্তারের একজন ডা: আব্দুল্লাহ আল মামুন দেশে ফিরেছেন 
শাহীন ব্যাপারীর সঙ্গে। তিনি সংবাদ সম্মেলনে বলেন, কাঠমান্ডু মেডিকেল 
কলেজের সেবা এবং আন্তরিকতায় তারা মুগ্ধ।
সূত্রঃ মানবজমিন
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

0 মন্তব্যসমূহ