স্বামীর নির্যাতনে চরম অসহায়ত্বে জীবন কাটে মহেশখালী সনি রাণীর

নিজস্ব প্রতিবেদকঃ
স্বামীর নির্যাতনে চরম অসাহীয়েত্বে জীবন কাটে মহেশখালী সনি রাণীর। নির্যাতিত সরি রাণী দে এক সন্তানের জননী । যেখানে তার এই সময়ে স্বামীর ঘরে থাকার কথা, সেখানে নির্যাতনের ভয়ে স্থান হলো বাপের বাড়িতে । বিগত তিন বছর আগে সজুন কান্তি দের সাথে বিবাহ হলেও ঘর সংসার চলে নরক যন্ত্রাণায়। তার বেপরোয়া স্বামীর নানা কারণে পারিবারিক কলহে লেগে আছে প্রতিনিয়ত তাদের সংসারে। এ অসহায় সনি রাণী নয়াপাড়া ছোট মহেশখালী মহেশখালী নেপাল চন্দ্র দের মেয়ে বলে জানাগেছে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মহেশখালী পৌরসভা গোরকঘাটা বলরামপাড়া এলাকার বাসিন্দা সাধন দের পুত্র সুজন কান্তি দের সাথে সনাতণ ধর্মীয় বিধান মতে বিবাহ হয় কয়েক বছর আগে। বিবাহের শুরুতে তাদের সংসার কিছুটা ভাল হলেও এর পর থেকে কোনভাবে ভাল যাচ্ছে না। এর মাঝেও তাদের সংসারে এসেছে একটি ফুটফুটে মেয়ে শিশু। তার স্বামী সুজনের বেসামাল জীবন যাপন। মদ নেশা করে কারণে অকারণে বউ পিটানো তার নেশায় পরিণত হয়েছে সনি রাণী স্বামী সুজনের। এর ধারাবাহিকতায় গত ৬ ফেব্রয়ারী মদ্যপান অবস্থায় সনি রাণীর উপর ব্যপক মারধর করে। এই ঘটনা শুনে মা খবর নিতে গেলে উল্টো মায়ের উপর হামলা চালায়। মারধরের ঘটনা যেখানে সামাল দেওয়া কথা
সেখানে সুজনের মা অনিতা রাণী দেও সুজনের পক্ষ নিয়ে হামলাসহ চরম অখত্য ভাষায় গালিগালাজ করার মত গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগেও তার সানি রাণীর স্বামী সুজন কারণে অকারণে অমানবিক নির্যাতন চালিয়েছে তার স্ত্রীর উপর। এই ঘনটনায় স্থানীয়ভাবে একাধিক বিচার শালিস বসেছে। এর কিছু দিন ভাল থাকলেও আবার শুরু করে মারধর । খোঁজ নিয়ে জানাগেছে চরম অসহীয়ত্বে রয়েছে সনি রানী ও তার পরিবার। একে পর এক মাদাশক্ত স্বামী সজুনের নির্যান থেকে বাঁচতে জেলা পুলিশ সুপার সংম্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কমান করেছেন সনি রাণী পরিবার। ইতোমধ্যে
নির্যাতন কথা উল্লেখ করে সনি রানী বাদী হয়ে মহেশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানান সনি রানী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ