ভাঙ্গিয়া ফেলিতে হইবে

আমিনুল ইসলাম আমিন

মানবতা শব্দটিতে শ্যাওলা জমিয়াছে,
পুরনো দেয়ালের মত ঘাড় প্রদর্শন করিতেছে।
এটাকে ভাঙ্গিয়া ফেলিতে হইবে,

না হলে,মানবতা কোন বদনে বলিবে। 
মানবতা আজ পুষ্পের চেয়ে কমল, 
পুরনো শ্যাওলার ন্যায় শ্যাতশ্যাতে।

 কত মলিন বদন ওৎকে উঠে তাতে, 
মানবতা তুমি আজ পর্বত প্রস্তর হও।
তুমি রোগাদের তুমি সম্মানিতদের নও, 

মানবতা তুমি আজ মশি,
মানবতা তুমি আজ অসি। 
তুমি আজ রবি,

তুমি আজ শশী। 
মানবতা এটা তোমার পরিচয়, 
অত্যাচারীদের এবার যেন কিছু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ