বাঁশখালীতে সাংবাদিককে বিএনপি নেতার দেখে নেওয়ার হুমকি

ক্রাইম রিপোর্টার,বাঁশখালী নিউজ:
গত ৩ জানুয়ারি ২০১৮ ইং তারিখে দৈনিক ব্যচেলর কন্ঠ ও বাঁশখালী নিউজে"বাঁশখালীর বিএনপি নেতা মোহাম্মদ হোসাইনের যত অপকর্ম"শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।উক্ত রিপোর্টে তার সব অপকর্ম বিষয়ে তুলে ধরা হয়।এর জের ধরে বিএনপি নেতা মোঃ হোসাইন তার এই নাম্বার( 01820308219) থেকে তিন দফায় দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বাঁশখালী নিউজের সহ-বার্তা সম্পাদক,দৈনিক ব্যাচেলর কন্ঠের বাঁশখালী প্রতিনিধি,সাপ্তাহিক অগ্রযাত্রার চট্টগ্রামের ব্যুরো চীপ মোহাম্মদ বেলাল উদ্দিনকে।মোঃ হোসাইন ছনুয়া হাঁসপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে ও মনুমিয়াজী বাজারের পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী।ভুক্তভোগী মোহাম্মদ বেলাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন,"ছনুয়া বাজারের মসলা ও পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী এবং মোহাম্মদ হোছাইন দীর্ঘদিন ধরে মরিচে ইটের গুঁড়া ও হলুদে চনার ডালের গুঁড়া মিশিয়ে বিক্রির অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে আমি অনুসন্ধান শুরু করি।পরবর্তীতে অভিযোগের সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি।এর জের ধরে তার আত্নীয় স্বজন ও তিনি নানাভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন।"তিনি আরো বলেন,"প্রতিবাদ লিপি ছাপানোর জন্য চাপ প্রয়োগ করছে ওই বিএনপি নেতা।আমি তাকে বললাম,ঘটনা তো সত্য।আর এখানে প্রতিবাদ লিপি ছাপানোর কি আছে?আমি এমন প্রশ্ন করলে,সে আমাকে ছনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী দ্বারা দেখে নেওয়ার হুমকি দিচ্ছে।ফেসবুক ম্যাসেঞ্জার ও তার ফোন নাম্বার থেকে কল করে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে।আমি এব্যাপারে বাঁশখালী থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।" এব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা মোঃ হোছাইনের(01820308219)নাম্বারে কল করা হলে তিনি রিসিভ করেন নি। এব্যাপারে ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.হারুনুর রশীদ বাঁশখালী নিউজকে বলেন,"বেলাল আমাকে বলেছে ঘটনাটি।আমি হোসাইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ