কক্সবাজার সদর হাসপাতালে সুইডেন পড়ুয়া আবিবা খানের অক্সিজেন সিলিন্ডার ও ট্রলি প্রদান

আব্দুল আলীম নোবেলঃ
সুইডেন স্টোকহোম বিশ্ব বিদ্যালয় পড়ুয়া ছাত্রী আবিবা খান ও তার বন্ধুরা চিকিৎসা সামগ্রী দিলেন হাসপাতালে। ২৮ মার্চ কক্সবাজার জেলা সদর হাসপাতালে তত্ত্ববধায়ক ডা: পুচনু’র উপস্থিতিতে সহকারী পরিচালক ডা: সোলতান আহাম্মদ সিরাজী’র হাতে এই চিকিৎসা সামগ্রী তুলে দেন আবিবার চাচা শিশু রোগ বিশেষজ্ঞ নুরুল করিম খান (প্রাক্তন সিনিয়র কনঃ কক্সবাজার সদর হাসপাতাল)। অত্যাধুনিক জীবন রক্ষাকারী ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৫টি ট্রলি, ক্লোমিটার প্রদান করেছে বলে জনিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সুইডেন প্রবাসী নুরুল আলম খানের মেয়ে আবিবা খান। মেধাবী এই ছাত্রী পড়ালেখার পাশাপাশি নিজেকে মানবতার কল্যাণে কাজ করতে অনেক বেশি আগ্রহী। এর আগেও বিভিন্নভাবে আবিবা অসহায়, নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার(আরএমও) ডা: মো: শাহীন আব্দুর রহমান চৌধুরী জানান, এই চিকিৎসা সামগ্রী গুলো প্রদান করায় এই হাসপাতালের রোগীরা
উপকৃত হবেন। একজন বিশ্ব বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর এমন মানবিক কাজের জন্য সাধুবাদ জানানো দরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ