ইসলামপুরে সরকারি রাস্তা নির্মানে যোবকদের উদ্যোগ

মোঃ আরিফ মিয়া, জামালপুরঃ
 জামালপুরের ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঁসারিপাড়া কালি মন্দির থেকে উপজেলা হাসপাতাল এবং স্থানীয় কাউন্সিলর অঙ্কন কর্মকারের বাড়ি থেকে অমলদাসের বাড়ি পর্যন্ত রাস্তা দু’টির বিভিন্ন স্থানের গর্ত ভরাটের কাজ করছে স্থানীয় কিছু লোকজন। ২৪ ফেব্রুয়ারি দুপুরে সেখানে গিয়ে দেখা যায় এক ভিন্ন চিত্র। সরকারি রাস্তা হলেও এর সংস্কারে স্থানীয়দের এ উদ্যোগ এলাকায় বেশ সাড়া ফেলেছে।

জানা গেছে, ইসলামপুর পৌরসভার কাঁসারিপাড়া কালি মন্দির থেকে উপজেলা হাসপাতাল পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি নির্মাণ ও সংস্কার করে প্রায় পাঁচ বছর আগে। পাকা এই রাস্তাটির অন্তত ২০টি স্থানে ছোটবড় গর্ত হয়ে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। অন্যদিকে কাউন্সিলর অঙ্কন কর্মকারের বাড়ির সামনের থেকে অমল দাসের বাড়ি পর্যন্ত রাস্তাটি ইসলামপুর পৌরসভার অধীনে প্রায় তিন বছর আগে ইটের সলিং করে রাখা হয়। আজও পাকা হয়নি। এই রাস্তার অন্তত পাঁচ-ছয়টি স্থানে রাস্তার পাশে এবং মাঝে বড় গর্ত হয়ে গেছে। দু’টি রাস্তার এ অবস্থায় যানবাহন চলাচলে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু পৌরসভা এবং এলজিইডি রাস্তার গর্ত মেরামতে কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকার স্থানীয় বেকার যুবকেরা গর্ত ভরাট করে রাস্তায় চলাচলে ঝুঁকি দূর করতে উদ্যোগ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ