পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সূবর্ণজয়ন্তী ২৬শে মার্চ

মোহাম্মদ বেলাল উদ্দিন,বাঁশখালী নিউজ:
দক্ষিণ বাঁশখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সূবর্ণজয়ন্তী উৎসব আগামী ২৬শে মার্চ ২০১৮ই তারিখে অনুষ্ঠিত হবে।অবহেলিত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৬৮সালে বাঁশখালীর কৃতি সন্তান মরহুম ইজ্জত আলী চৌধুরী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।তার নাম থেকেই এই বিদ্যালয়ের নাম"ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়"।স্কুল গর্ভনিংবডির সভাপতি আলহাজ্ব রেজাউল আজিম চৌধুরী।বিদ্যালয়ের যেকোনো সংকট মোকাবেলায় তিনি সবসময় পাশে থাকেন।প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত সফলতার সাথে পাঠদান করে আসছেন বিদ্যালয়ের শিক্ষকগণ।প্রতিবছর এই প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক ছাত্র জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।এদিকে এই বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৬শে মার্চ সূবর্ণজয়ন্তী উৎসব পালন করবে বিদ্যালয় কর্তৃপক্ষ।এ উপলক্ষ্যে উৎসবটি ঝাঁকঝমকভাবে উদযাপন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করছে কর্তৃপক্ষ।এতে বহু দেশ বরেণ্য,গণমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে স্কুল সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ