সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান হত্যার আসামি গ্রেপ্তার

বি,এন ডেক্স:
সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চনা ইউনিয়ন যুবলীগ নেতা জহিরুল হাসান হত্যাসহ ৪ মামলার আসামি ও জামায়াতে ইসলামের কিলিং মিশনের নেতা ছগির আহমদ(৪৯নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তার দেখানো মতে কবরস্থান থেকে একটি দেশীয় এল জি বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার দেওদীঘি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার ও কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়কাঞ্চনা ইউনিয়নের বকশিরখীল এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে ছগির আহমদ এওচিয়ামাদ্রাসা ইউনিয়নের আওতাধীন দেওদিঘী বাজার এলাকায় অবস্থান করছে– এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। পরে ছগিরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশি জিজ্ঞাসাবাদে ছগিরের দেখানো মতে দেওদীঘি কবরস্থানের দক্ষিণপশ্চিম কোণের ইটের স্তূপের নিচ থেকে একটি দেশীয় এল জি বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরফিকুল হোসেন বলেনগ্রেপ্তারকৃত ছগির যুবলীগ নেতা হাসান হত্যাসহ ৪ মামলার আসামি। ছগির জামায়াত ইসলামের কিলিং মিশন ও অবৈধ অস্ত্রধারী সংঘবদ্ধ খুনি চক্রের সক্রীয় সদস্য। এছাড়া সে অবৈধ অস্ত্র ক্রয়বিক্রয়চাঁদাবাজীচুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত। অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে থানায় নতুন করে অস্ত্র আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 
সূত্রঃ দৈনিক আজাদী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ