গন্ডামারায় গৃহবধু খুনের জড়িতদের গ্রেপ্তারের দাবীতে সমাবেশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের দেব পাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মিনু রানী দেব(৩৫) কে নৃসংশ ভাবে কুপিয়ে হত্যার ঘটনায় অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) নিহত মিনু রানী দেবের বাড়ী পরিদর্শন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এসময় তারা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে শোক সমাবেশ করেন। শোক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাগর কান্তি সুশীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জলদী ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, দিলীপ দত্ত, সহ সভাপতি অধ্যাপক তুষার কান্তি ভারতী, ডাঃ মৃণাল কান্তি দেব, যুগ্ম সম্পাদক বাসুদেব রুদ্র, শেখর চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক সুজিত সূত্রধর, লক্ষণ দাশ, গুরুধন দাশ, রুবেল কান্তি দাশ, রতন দাশ, সমীরন দাশ, মিশু দে ও নিহতের স্বামী জ্যোতিষ দেব। সমাবেশে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ বলেন, হত্যাকারীরা পরিকল্পিতভাবে মিনু রানীকে খুন করেছে।
বর্তমান সরকারের আমলেও একের পর এক সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। নৃসংশ এ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান তিনি।
উল্লেখ্য, উপজেলার গন্ডমারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের হিন্দু স¤প্রাদয়ের দেব পাড়া এলাকার জ্যোতিষময় দেবের পৈত্রিক জায়গার উপর লবন মাঠ চাষের বর্গা নিয়ে একই এলাকার মোঃ ইদ্রিসের পুত্র কামাল উদ্দিন প্রকাশ ভেট্টার সাথে গত কিছু দিন পূর্বে কথা কাটাকাঠি হয়। তার জের ধরে গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১টার দিকে পুকুরের মাছ চুরি করে নিয়ে যাচ্ছে বলে বাইরে থেকে ডাক দেয় জ্যেতিষময় দেবকে। এসময় জ্যোতিষময় দেবের স্ত্রী মিনু রানী বাড়ীর দরজা খুলতেই সন্ত্রাসীরা তাকে দা দিয়ে কোপ দেয়। মিনু রানীর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে হত্যাকারীরা দ্রুত পালিয়ে যায়। থানা পুলিশ নিহত পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে কামাল উদ্দিন ভেট্টাকে আটক করে।
সুত্রঃ আমার বাঁশখালী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ