জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি এখন মাত্র ২৫ টাকা

মোঃ মনছুর আলমঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা-২০১৭ অনুযায়ী ফি পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে । গত ১৮ ডিসেম্বর ২০১৭ইং মহামান্য রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক স্বাক্ষরিত এক পত্রে এ বিধিমালা-২০১৭ জারি করা হয়।

  • ১) প্রকাশিত গেজেট অনুযায়ী জন্ম-মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন বিনা ফিতে করা যাবে অর্থাৎ কোন ফি দিতে হবে না।
  • ২) জন্ম-মৃত্যুর ৪৫ দিন পর হতে ৫বৎসর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন করতে ফি ২৫ টাকা।
  • ৩) জন্ম বা মৃত্যুর ৫ বৎসর পর কোন ব্যক্তির জন্ম বা মৃুত্যু নিবন্ধন করতে ফি ৫০ টাকা ।
  • ৪) জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি ১০০ টাকা ।
  • ৫) জন্ম তারিখ ব্যতীত অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা।
  • ৬) বাংলা ও ইংরেজী উভয় ভাষায় মুল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহের জন্য কোন ফি দিতে হবে না।
  • ৭)বাংলা ও ইংরেজী উভয় ভাষায় সনদের নকল সরবরাহ ফি ৫০ টাকা নির্ধারন করা হয়েছে । 

উক্ত প্রকাশিত গেজেটের পত্রে উল্লেখ করেন "জনস্বার্থে এই আদেশ জারি করা হইল এবং ইহা অবিলম্বে কার্যকর হইবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ