আহ এমন উদযাপন


লেখক আব্দুল করিম লতিফী

থার্টি ফাস্ট নাইটের মত
আহ এমন উদযাপন.
মুসলমানের ঈমান ধ্বংসের
এক মহা অপ মাধ্যম,

বাম রামরা সাংস্কৃতি নামের বেহায়াপনার করে আমদান.
যেন ঘটুক দেশ-জাতি ধর্মের মাঝে পরস্পরের মহা এক খন্ডন,

এই উদযাপন নামের রাত্রি যাপনে আমার আপনার কত মা-বোন. ঘাতকদের হাতে হচ্ছে ধর্ষিতা তার কি কভু করেছো সন্ধান?

আহ এই ধর্ষণের শিকার হয়ে গর্ভীতা হয় কত যে জন.
ফলে জাতির থেকে মুখ ঢাকাতে নিরবে ফাঁসিতে দেয় জিবন,

তবুও কি হে জাতি পুরুষ হয়েও জাগ্রত হয় না নিজের মন.
তবে কেন ঐক্যের দাওনা শ্লোগান নিপাত যাক অপ উদযাপন,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ