প্রিমিয়ার ভার্সিটিতে জ্ঞানচর্চা অব্যাহত থাকলে বাবার আত্মা শান্তি পাবে

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও চট্টলবীর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নগরীর জিইসি মোড়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে গতকাল বুধবার বাদে আসর খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম, ডেপুটি রেজিস্ট্রার খুরশিদুর রহমান এবং উপ-পরিচালক (হিসাব) হাছানুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিন-বিভাগীয় প্রধান-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশ নেন। মিলাদ মাহফিলে মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাতের পূর্বে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তাঁর পিতা আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার পিতা চট্টগ্রাম ও চট্টগ্রামের মানুষকে খুবই ভালবাসতেন। সবসময় চট্টগ্রামের স্বার্থ ও উন্নয়নের কথা চিন্তা করতেন। এ কারণে তিনি চট্টগ্রামের জন্য অনেক কিছু করেছেন, করতে চেয়েছেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম ও চট্টগ্রামের মানুষের স্বার্থে তাঁর অনেক লক্ষ্যের মধ্যে একটি লক্ষ্য ছিল চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নওফেল আরও বলেন, আমার পিতা আজ নেই। কিন্তু প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে জ্ঞান-বিজ্ঞান চর্চা অব্যাহত থাকবে, তাতে আমার পিতার আত্মা শান্তি পাবে। দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন গরীবুল্লাহ শাহ মাজার ও মসজিদের খতিব মাওলানা আনিসুজ্জামান আল কাদেরি।
প্রেস বিজ্ঞপ্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ