বাঁশখালী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বক্তারা

গতকাল বাঁশখালী উপজেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠানে ৪র্থ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য্য। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের শ্রম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক, মুক্তিযোদ্ধা অসিত সেন, এডভোকেট আজিজ উদ্দীন হায়দার, নীলকন্ঠ দাশ। আ.লীগ নেতা মনসুর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র দেলোয়ার হোসেন, কাউন্সিলর আজগর হোসেন, মহিলা কাউন্সিলর রোজিয়া আক্তার, নার্গিস আক্তার, রুজিনা আক্তার, আতাউল্লাহ আল আজাদ, দাউদ মানিক, জিয়াউদ্দিন আরিফ ও মোহাম্মদ শামীম। প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস। কোন মেজরের ঘোষণায় দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ঘোষণায় এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। সভা শেষে দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ