মেধাবী ছাত্র মহিবুলের সাহযোগিতা করতে এগিয়ে আসুন


চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং নগরীর কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী মহিবুল হাসান হাটুর বিরল রোগ
(Chondromalacia pettela with Ostiochondritis Dissecants, Garde-11)।এ রোগের প্রাথমিক ধারনায় চিকিৎসক জানিয়েছেন তার হাঁটুর অস্হিমজ্জা ক্রমশ শুকিয়ে যাচ্ছে।এবং অতিদ্রুত তার বোন মেরু ট্র্যান্সপ্ল্যানট করা আবশ্যক।অন্যাথায় সে শীঘ্রই স্হায়ীভাবে পঙ্গুত্ব বরন করতে যাচ্ছে।তার এই চিকিৎসার জন্য আনুমানিক ৩০ লক্ষ টাকা প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।উল্লেখ্য এ চিকিৎসা একমাত্র সিঙ্গারপুরে করা সম্ভব।আরও উল্লেখ্য ভুক্তভোগী পরিবার ইতোপূর্বে জাতীয় অর্থপেডিক ইনস্টিটিউট এবং এ্যপোলো হাসপাতালে মহিবুলের চিকিৎসা করিয়ে আাশানুরুপ কোন ফলাফল পান নি।তাই এমতাবস্থায় উচ্চতর চিকিৎসায় বিদেশ নেওয়ার আশায় অসহায় মহিবুলের বড় ভাই জনাব মনজুর হাসান এবং তার পরিবার সহযোগিতা চেয়েছেন সমাজের বিত্তবানদের কাছে।আপনাদের সহযোগিতায় পাড়ে মহিবুলকে সুস্হজীবনে ফিরে যেতে।

মহিবুলকে সহ‌যো‌গিতা পাঠানোর ঠিকানাঃ
**ব্যাংক একাউন্টঃ
একাউন্ট নামঃ মোঃ আমিনুর রহমান (মহিবুলের বাবা), জনতা ব্যাংক লিমিটেড, বালুচড়া শাখা, একাউন্ট নম্বরঃ 002078464
**বিকাশ নাম্বারঃ ০১৮৩৩-৪৫৪২৪৩
**ডাচ বাংলা ব্যাংক (রকেট)ঃ ০১৮৪৬-২৭৪৩৩৫
পাঠানো সহযোগিতার অর্থ দিয়ে কোন প্রকার অসদুপায় অবলম্বন করা হবেনা এই মর্মে প্রতিজ্ঞা করেছেন মহিবুলের বড় ভাই মনজুর হাসান এবং সাহায্যের প্রতিটি আপডেট ও হিসাব সকলের সামনে নিয়মিত উপস্থাপিত করা হবে। কারো সংশয় বা জিজ্ঞাসা থাকলে নিম্নোক্ত এই ০১৮৩৩-৪৫৪২৪৩ নাম্বারে ফোন করতে অনুরোধ জানানো হয়েছে মহিবুলের পরিবারের পক্ষ হতে।

মহিবুলের সহায়তা কামনায় ফেইসবুক ইভেন্ট খোলা হয়েছে।সকলের জ্ঞাতার্থে ইভেন্ট লিংকগুলো দেওয়া হলো


আসুন আমরা আমাদের সকলের সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেই।সু্স্হ স্বাভাবিক জীবন ফিরে আসুক হাজারো সম্ভাবনার একজন তরুন মহিবুল হাসান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ