বাঁশখালীর প্রতিটি ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচী ও স্থান

মোহাম্মদ বেলাল উদ্দিন:
পুকুরিয়ায় ১০ অক্টোবর ২০১৭ইং থেকে ১১অক্টোবর ২০১৭ইং পর্যন্ত তারিখে পুকুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে নতুন ভোটারদের ছবি তোলা হবে।পুকুরিয়া ইউনিয়নের পূরণকৃত ফরম-২ এর ৬৯৪জন ও মোট নতুন ভোটার সংখ্যা ১৯২৫২ জন।পুকুরিয়ায় দুইদিন ব্যাপী নতুন ভোটারদের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।১২ অক্টোবর ২০১৭ইং হতে ১৩অক্টোবর ২০১৭ইং তারিখ পর্যন্ত সাধনপুর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে নতুন ভোটারদের ছবি তোলা হবে।এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮২৬২ জন ও পূরণকৃত ফরম-২ ৪১৯।সাধনপুরে দুইদিন ব্যাপী নতুন ভোটারদের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।১৪ ও ১৫ অক্টোবর ২০১৭ তারিখ ২দিন ব্যাপী খানখানাবাদে নতুন ভোটারদের খানখানাবাদ ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯৭৮১ জন্য ও পূরণকৃত ফরম ২-৫৫৭।১৬ থেকে ১৮ অক্টোবর ৩দিন ব্যাপী বাহারছড়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে নতুন ভোটারদের রেজিস্ট্রশন ও ছবি তোলা হবে।এই ইউনিয়নে মোট ভোটার ২৪৭৩৮ ও পূরণকৃত ফরম ২-৭৮৯টি।১৯ অক্টোবর ১দিন কালীপুর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে নতুন ভোটারদের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।এই ইউনিয়নে মোট ভোটার ২২৫১৮ জন ও পূরণকৃত ফরম ২-৩৬২টি।২০অক্টোবর ১দিন ব্যাপী বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটারের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।এই ইউনিয়নে মোট ভোটার ১২২১৪ জন ও পূরণকৃত ফরম ২-৩১৫টি।২১ অক্টোবর ২০১৭ইং ১দিন ব্যাপী কাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে নতুন ভোটারদের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।কাথারিয়ায় মোট ভোটার সংখ্যা ১৪৪৯০জন ও পূরণকৃত ফরম ২-৩৭৭টি।২২ অক্টোবর ১দিন ব্যাপী সরল মিনজিরিতলা সপ্রাবিতে নতুন ভোটারের ছবি ও রেজিস্ট্রেশন করা হবে।সরল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪৯৭৯জন ও পূরণকৃত ফরম ২-৩৭২টি।২৩ অক্টোবর ১দিন ব্যাপী শীলকূপ বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটারদের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।শীলকূপ ইউনিয়নে মোট ভোটার ১৫৩৪১জন ও পূরণকৃত ফরম ২-৩৫৩টি।২৪ থেকে ২৬ অক্টোবর ৩দিন ব্যাপী গন্ডামারা ইউনিয়ন পরিষদ কার্যলয়ে নতুন ভোটারদের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।এই ইউনিয়নে মোট ভোটার ২৯৪৭৯ ও পূরণকৃত ফরম ২-৯৪১টি।২৭ অক্টোবর ১দিন ব্যাপী চাম্বল ইউনিয়ন পরিষদ কার্যলয়ে নতুন ভোটারদের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।চাম্বল ইউনিয়নে মোট ভোটার ২৩৪৭৮ ও পূরণকৃত ফরম ২-৩৫৫টি।২৮ অক্টোবর ১দিন ব্যাপী শেখেরখীল ইউনিয়ন  পরিষদ কার্যলয়ে নতুন ভোটারদের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।শেখেরখীল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪১১৮জন ও পূরণকৃত ফরম-৪২৩টি।২৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২দিন ব্যাপী পুঁইছড়ি ইউনিয়ন কার্যলয়ে নতুন ভোটারদের ছবি তোলা রেজিস্ট্রেশন করা হবে।এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩৮৭৫জন ও পূরণকৃত ফরম ২-৫৩০টি।৩১ অক্টোবর থেকে ০১ নভেম্বর ২দিন ব্যাপী ছনুয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে নতুন ভোটারদের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।ছনুয়া ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭৯৪৯ ও পূরণকৃত ফরম ২-৪৫১টি।২ নভেম্বর ২০১৭ ১দিন ব্যাপী বাঁশখালী পৌরসভা কার্যলয়ে নতুন ভোটারদের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে।বাঁশখালী পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৫৪২৮জন ও পূরণকৃত ফরম ২-৩১৮টি।তাছাড়া ৩নভেম্বর থেকে ৪নভেম্বর ২দিন ব্যাপী সকল ইউপি ও পৌরসভায় বাদ পড়া ভোটারদের ছবি তোলা ও রেজিস্ট্রেশন করা হবে বলে বাঁশখালী নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ