অসহায় রোহিঙ্গাদের পাশে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিউল হাসান

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।সেই চিরন্তন সত্যকে উপলব্ধি করে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশের সমাজের হৃদয়বান গণমান্য ব্যক্তিবর্গরা।এরই ধারাবাহিকতায় নির্যাতিত ওইসব রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন মানুষ গড়ার কারিগর,শিক্ষক সমাজের এক সুশীল প্রতিনিধি,ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী।গত ৫ ও ৬ অক্টোবর দুইদিন উখিয়ায় রাত যাপন করে রোহিঙ্গাদের কষ্ট স্বচোখে পর্যবেক্ষণ করেন।বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।দীর্ঘ দূর্গম পথ পায়ে হেটে তিনি বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে পৌঁছেন। মাষ্টার রবিউল হাসান চৌধুরী বাঁশখালী নিউজকে বলেন,"আমি ব্যক্তিগত ফান্ড থেকে অসহায় রোহিঙ্গা মুসলমানদের ২৫হাজার টাকা বিতরণ করেছি।ফেসবুকে শিশু ও মা বো কষ্টের ছবি দেখে আমার মন কাঁদে।তাই ছুটে গেলাম তাঁদের দেখার জন্য।সর্বোপরী তাওফিক অনুযায়ী সাহায্য করতে পেরে আমি আনন্দিত।
উল্লেখ্য,ছনুয়া মনুমিয়াজী পরিবারের কৃতি সন্তান মাষ্টার রবিউল হাসান চৌধুরী বাংলাদেশ মানবাধিকার কমিশন ছনুয়া ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা।তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে ইতিমধ্যে সমাজের উন্নয়নে নানা রকম অবদান রেখে চলেছেন।গরীব দুঃখী মেধাবী ছাত্রদেরও তিনি নিজ ফান্ড থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন।আবার গরীব অসহায় মেয়েদের বিয়েতে সাহায্য করেন।তাছাড়া ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক(ক্রীড়া)হিসেবে দায়িত্বে আছেন।এদিকে তিনি জীবনের বাকি সময়টুকু যাতে মানবতার সেবায় নিয়োজিত থাকতে পারেন;সে জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ