চাঁদপুর কিউএইচআরডিইউ মাদ্রাসায় জেলা প্রশাসক


বাঁশখালী চাঁদপুর কিউ এইচ আর ডি ইউ সিনিয়র মাদ্রাসা পরিদর্শন করেন জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। গত ১৪ অক্টোবর উপলক্ষে মাদ্রাসা পরিচালনা পরিষদ এর সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, ইসলাম শান্তির ধর্ম বোমা ফাটিয়ে মানুষ হত্যা করে ইসলাম কায়েম করা যায় না। সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানব সেবা। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা আমাদের জন্য অপরিহার্য। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করে ধর্মীয় শিক্ষায় ছাত্রছাত্রীদের উচ্চতর ডিগ্রী লাভের পথ সুগম করেছেন সকল ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করেছেন এই সরকার।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল রহমান মৃদুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক . কাজী হারুন উর রশীদ, চেয়ারম্যান আছহাব উদ্দীন, চাঁদপুর বেলগাঁও চা বাগানের ম্যানেজার আবুল বাশার। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আহমদ, নুরুল হোসেন লিটু, আমজাদ হোসেন প্রমুখ 

সুত্র: দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ