আরও ৩ লাখ টন চাল আসছে

কম্বোডিয়া থেকে সরকারি (জিটুজি) পর্যায়ে আড়াই লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব ক্রয় কমিটি অনুমোদন করেছে। প্রতি টন ৪৫৩ মার্কিন ডলার দরে এই চাল আমদানিতে ৯৩৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনে’ কম্বোডিয়া থেকে ওই আড়াই লাখ টন চাল আমদানিতে দরপত্র ডাকার প্রয়োজন হবে না। এছাড়া আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে চলতি অর্থবছরের প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। সিঙ্গাপুরের মেসার্স রেজিংটন এন্টারপ্রাইজ লিমিটেড প্রতি টন ৪০৭ দশমিক ৮৯ মার্কিন ডলার দরে ১৬৯ কোটি ২৭ লাখ টাকায় এই চাল সরবারহ করবে। দুই দফা বন্যায় খাদ্য সঙ্কট এড়াতে সরকার চাল আমদানি বাড়িয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। চলতি অর্থবছরের শুরু থেকে ২১ আগস্ট পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায় মিলিয়ে মোট ৩ লাখ ৫২ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে। 
সূত্র : পত্রপত্রিকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ