মানববন্ধনের ৩টি দাবী হল,
১, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারি সকল অপশক্তি কে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
২, ক্ষতিগ্রস্ত দোকান এর ন্যায্য ক্ষতিপূরণ ও আহত যৌথ বাহিনীর সম্মানিত সদস্যদের উন্নত চিকিৎসার সুব্যবস্হা সহ মুসলমানদের নিরাপত্তা জোরদার করে তাদের কর্মতৎপরতা ও অপ কৌশল রুখে দিতে হবে।
৩, সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে প্রশাসনিক ব্যবস্থা জোরদার এবং বাঁশখালীর সকল সরকারী অফিস আদালত দুর্নীতি মুক্ত করতে হবে।
বাশঁখালী ছাত্র সংস্থার সভাপতি মোঃ তাওহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালক ছিলেন ফাযেল ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় হাটহাজারীর মাওলানা এমদাদ উল্লাহ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাবুনগর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ এনামুল হক।
উদ্ভোধনী বক্তব্য রাখেন মাওলানা ওয়াহিদুল্লাহ শিক্ষক হামিদিয়া মাদ্রাসা, এইচ এম মিজানুর রহমান সহ সভাপতি বাঁশখালী ছাত্র সংস্থা, একেআর তালেব সহ সভাপতি বাশঁখালী ছাত্র সংস্থা, এইচ এম আব্বাস খান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ সাইফুল ইসলাম, ছাত্র নেতা চাম্বল মাওলানা ইব্রাহীম পরিচালক দারুল উলুম আল ইসলামিয়া বৈলছড়ি, মোঃ রহিম উল্লাহ ছাত্র মহসিন কলেজ, সমাপনী বক্তব্য রাখেন মোহাম্মদ তাওহীদুল ইসলাম সভাপতি বাঁশখালী ছাত্র সংস্থা। এ সময় বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ শফিউল্লাহ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ