বাঁশখালীর প্রাচীনতম শাহ্ বখশী হামিদ জামে মসজিদ পরিদর্শনে আসেন ফ্রান্সের রাষ্ট্রদূত।


এম শহীদ কবির জয়,

বাহারছড়া,প্রতিনিধি, 

গতকাল চট্টগ্রাম, বাঁশখালী,৪নম্বর বাহারছড়া ইউনিয়ন, ৭নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীনতম স্থাপনা    শাহ বখসি হামিদ জামে মসজিদ পরিদর্শনে করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা মেরিন সুহ।       


এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, অঁলিয়স ফ্রান্সের ড.সেলভাস থেরেস, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ড.প্রবণ মিত্র, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সাকেল)মোঃ- হুমায়ুন কবির, বাঁশখালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম, বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি, ৪নং বাহারচড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, ৪নং বাহারচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদুর রহমান চৌধুরী, ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য কামরুল ইসলাম চৌধুরী, ৭নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ব্যাংকার সৈয়দুল আলম। এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন শাহ্ বখসি হামিদ জামে মসজিদটি অনেক সুন্দর এটি ঐতিহাসিক দশনীয় স্থান। তিনি বলেন এই মজিদটি কালের সাক্ষী,সাবাইকে দেখতে আসার ও সংরক্ষণ করার আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ