বাঁশখালী-পেকুয়া সড়‌কে বাস-অটোরিকশা সংঘ‌র্ষে শিশু সহ আহত ৪

 


বাঁশখালীতে সানলাইন বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শিশু সহ ৪ জন আহত হয়েছে। এতে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কাল রবিবার (২৭ জুন) রা‌তে পেকুয়া-বাঁশখালী প্রধান সড়কের শেখেরখীল রাস্তার মাথায় সানলাইন বাসের সাথে মোটরচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয় বড়ঘোনা এমদাদিয়া পাড়ার নুরুল আবচার (৫৫) ও তার স্ত্রী শারমিন আক্তার (২৯) এবং তাদের দু’বছর বয়সী শিশু সহ অটোরিকশা চালক।
সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা বেসরকা‌রি চাম্বল ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হলে ৩ জনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেখেরখীল রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম শহর ছেড়ে বাঁশখালী হ‌য়ে পেকুয়া যাওয়ার সময় দ্রুতগতির সানলাইন বাসটির (চট্টমেট্রো-জ-১১২০৭৫) সাথে উত্তর দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপা‌রে কেউ থানা‌কে অব‌হিত ক‌রে‌নি বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ স‌ফিউল কবীর।

সূত্রঃ দৈনিক আজাদী 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ