বাঁশখালীতে আইনশৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত


 বাঁশখালীতে উপজেলা আইনশৃংখলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা গত বৃহস্পতিবার উপজেলা অফিসার্স কাব হলরুমে অনুষ্টিত হয়।  সভায় প্রথম পর্বে উপজেলা আইনশৃংখলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। দ্বিতীয় পর্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায় বর্তমানে সারাদেশে যেভাবে করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে তা রোধে সবাইকে সজাগ সহ যারা করোনা আক্রান্ত হন তাদের কোয়ারেন্টান নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। তাছাড়া আসন্ন কোরবানির আগে যাতে কোন ধরনের গরু ছাগল চুরি না হয় তার জন্য ব্যবস্থা গ্রহন এবং পানি উন্নয়ন বোর্ডের চলমান উন্নয়ন কাজে বাঁশখালীর জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় না করা, কোন ধরনের সমন্বয় ও উন্নয়ন সভায় তাদের প্রতিনিধি অংশ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় বর্তমান চলমান উন্নয়ন কর্মকান্ড গুলো যথাসময়ে শেষ করা হয় তার জন্য দায়িত্বরত কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়।

সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুর রহমান মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্ম্দ মামুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উন্মুল ফারাহ বেগম তাজকিরা, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক হীরু, মহিলা বিষযক কর্মকর্তা সাকেরা শরীফ, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো.কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন সিকদার, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: আহসাব উদ্দিন, কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহাজাহান চৌধুরী, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মো: নাজিম উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, জলদী অভয়ারণ্য রেঞ্জ ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, সাংবাদিক কল্যাণ বড়ুয়া সহ দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন

 সূত্রঃ Kutubdia News

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ