বাঁশখালীতে ৫ হাজার পরিবার পাচ্ছে মানবিক সহায়তা


বাঁশখালীতে করোনাভাইরাস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫ হাজার ২শ পরিবার পাচ্ছে মানবিক সহায়তা। প্রত্যেকটি পরিবারকে এক হাজার টাকা করে দেওয়া হবে। পৌরসভা ও ১৪টি ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হবে। এ উপলক্ষে প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে ২৫০ পরিবার দ্বিতীয় ধাপে ১০০ পরিবারকে এবং পৌরসভায় প্রথম ধাপে ২০০ পরিবার দ্বিতীয় ধাপে ১০০ পরিবারকে এ মানবিক সহায়তা প্রদান করা হবে।

এ উপলক্ষে গত বুধবার সকালে সরল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩৫০ পরিবারের মাঝে এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস, রশিদ আহমদ, মোহাম্মদ সেলিম প্রমুখ। একইভাবে পৌরসভাসহ ছনুয়া ইউনিয়ন, পুঁইছড়ি ইউনিয়ন, শেখেরখীল ইউনিয়ন, চাম্বল ইউনিয়ন, গন্ডামারা ইউনিয়ন, শীলকূপ ইউনিয়ন, বৈঁলছড়ি ইউনিয়ন, কাথরিয়া ইউনিয়ন, কালীপুর ইউনিয়ন, বাহারছড়া ইউনিয়ন, সাধনপুর ইউনিয়ন, খানখানাবাদ ইউনিয়ন, পুকুরিয়া ইউনিয়নে ৩৫০ পরিবারকে ১ হাজার টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হবে।

সূত্রঃ দৈনিক আজাদী 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ