'বাঁশখালী নিউজ'র নির্বাহী সম্পাদকের পদ থেকে মোঃ এরশাদকে অব্যাহতি

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম জেলার সমূদ্র উপকূলীয় উপজেলা বাঁশখালী। এ উপজেলায় বহুল প্রচারিত ও গণমুখী অনলাইন সংবাদ মাধ্যমে বাঁশখালী নিউজ অন্যতম। বাঁশখালীর এই জনপ্রিয় সংবাদ মাধ্যমের আমি মোঃ মনছুর আলম (এম আলম) সম্পাদক ও প্রকাশক হিসাবে ২০১৩ সালে আত্মপ্রকাশ করে বস্তুনিষ্ঠ ও জনকল্যাণ মূলক প্রতিবেদন প্রকাশে পুরো বাঁশখালী উপজেলায় সাড়া জাগিয়ে ২০১৮ সালে চট্টগ্রাম বিভাগের ১ম (সরকারী) কপিরাইট সনদপত্র অর্জন করি। এ সংবাদ মাধ্যম পরিচালনা করতে গিয়ে বাঁশখালী তথা বিভিন্ন জেলা উপজেলা থেকে একাদিক সংবাদকর্মী আমার অনলাইন পোর্টালে সংবাদ দিয়ে সহযোগিতা করে এসেছেন। পরে আমি ২০১৯ সালে 'পরিকল্পিত বার্তা' নামক জাতীয় আরো একটি অনলাইন গণমাধ্যমের প্রকাশক হিসাবে আত্মপ্রকাশ করি। ইতিমধ্যে বাঁশখালী নিউজ পোর্টালের বিধিমালা ভঙ্গ করায় 'নির্বাহী সম্পাদক'র পদ থেকে অদ্য ১৪ অক্টোবর ২০২০ তারিখে 'মোঃ এরশাদ'কে অব্যাহতি প্রদান করা হল। সেই সাথে আগামীতে তার কোন প্রতিবেদন বাঁশখালী নিউজে প্রকাশ করা হবে না। এছাড়াও এই পোর্টালের নাম ব্যবহার করে কোন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান কিংবা সাধারণ জনগণের কাছে কোন প্রকার অপরাধ করলে তার দায় বাঁশখালী নিউজ নেবে না।

সিদ্ধান্তগ্রহণেঃ
তাংঃ- ১৪/১০/২০ইং
মোঃ মনছুর আলম (এম আলম)
সম্পাদক ও প্রকাশক
বাঁশখালী নিউজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ