সাতকানিয়ার সাথে প্রীতি ক্রিকেট সিরিজে ১ম ম্যাচে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয়

দিগন্ত দেব, শেখেরখীল প্রতিনিধিঃ   
অদ্য ৭ই সেপ্টেম্বর  ২০২০ রোজ সোমবার সকাল ৮.৩০ ঘটিকার সময় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে বাঁশখালী ক্রিকেট একাডেমি কতৃক আয়োজিত,  বাঁশখালী ক্রিকেট একাডেমি বনাম সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমির মধ্যে তিন ম্যাচের প্রীতি ক্রিকেট সিরিজের ১ম ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রীতি ক্রিকেট সিরিজের ১ম ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাঁশখালী ক্রিকেট একাডেমির অধিনায়ক এনামুল হক হারুন এবং ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমির অধিনায়ক মো. আসিফ কে। 

সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে নিধারিত ৪০(২৭.১) ওভারে সব কয়টি উইকেট  হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয়। ব্যাটিংয়ে সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমির হয়ে সোলায়মান ৪২,রেজাউল ২৯, আসিফ ১৩, ও তুহিন ৯ রান করে।

বোলিংয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে এনাম ৩টি, আনাচ ও সোহান ২টি করে এবং আশরাফুল ও মাসুদ ১টি করে উইকেট লাভ করে।

জবাবে ১২৬ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমি নিধারিত ৪০(২৬.৪) ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায়।

ব্যাটিংয়ে তারেক ৩৫, রাশেদুল ২১,দিগন্ত ২০*,  ফাহিম ৬, সাইফুল ৪* রান করে।

বোলিংয়ে সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমির হয়ে সিদ্দিক ও আসিক ২টি করে,এবংরায়ান ও সামি ১টি করে উইকেট লাভ করে।

ফলে বাঁশখালী ক্রিকেট একাডেমি ৩ উইকেটে ১ম ম্যাচে জয় লাভ করে। উক্ত প্রীতি ক্রিকেট সিরিজের ১ম ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমির অধিনায়ক এনামুল হক হারুন।

উক্ত ক্রিকেট ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রধান কোচ ও পরিচালক মোহাম্মদ এরশাদ এবং সাতকানিয়া ক্রিকেট একাডেমীর কোচ তাকিউদ্দিন ফাহাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ