বাঁশখালীতে এমপি মোস্তাফিজের নিজ উদ্যোগে আইসোলেশন সেন্টার উদ্বোধন

মোহাম্মদ এরশাদঃ
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি'র নিজ উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার সেবা প্রদানের লক্ষে বাঁশখালীতে আইসোলেশন সেন্টার উদ্বোধন।

(৩ জুলাই) শুক্রবার বিকেলে  জলদি গ্রীণ পার্ক সংলগ্ন জলদি আধুনিক হাসপাতালের জন্য সদ্য নির্মিত ভবনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের   সাংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বাঁশখালীর  সর্বস্তরের জনসাধারণের আপমার জনতার জননন্দিত নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি একক প্রচেষ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে বাঁশখালীতে ৩০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেন আক্তার, বাঁশখালী  উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম,ওসি (তদন্ত) কামাল হোসেন,বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও  চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদৎ আলম,সরল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী,বাঁশখালী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মুকসুদ মাসুদ, চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন,ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরিফী,গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাফফুজ,চেয়ারম্যান হারুন,৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বদরুদ্দিন চৌধুরী, চেয়ারম্যান আসহাব উদ্দিন, ৩ নং খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম,পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম আকতার, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি মাহবুব আলী,পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ্,এপিপি রায়হাদ চৌধুরী, আব্দুল অদুদ লেদু,পৌরসভা আওয়ামীলীগ নেতা মাহমুদুর রহমান,ওলামালীগ সভাপতি আকতার হোসেন,  বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম, মোস্তফা আলী মিশু,জলদি হাসপাতাল এমডি শোয়াইবুল ইসলাম, চৌধুরী ফাহিম, মনজুরুল ইসলাম,মোরশেদুর রহমান নাদিম সহবাঁশখালী উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।

ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ১৬ বাঁশখালী  আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমানে করোনা ভাইরাসের ঔষুধ বিশ্বের উন্নত দেশগুলোতে এখনও পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হইনি এখনো। এবং আমি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি আল্লাহর রহমতে আমি এখন সুস্থ আছি। আপনারা সবাই সচেতন থাকবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সেই সাথে বাঁশখালীতে ৩০ শয্য বিশিষ্ট আইসোলেশন সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ