জনগণের সেবক পুলিশ বাঁশখালীর প্রধান সড়কের ভাঙ্গা অংশে দিল ইট

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালীর প্রধান সড়কের পুইঁছড়ির এলাকায় গত ৩০ মে রাতে সিমেন্টবাহী গাড়ি পার হতে গিয়ে ব্রিজটি ভেঙে যায়।

পরে বাঁশখালী পেকুয়ার জনগুরুত্বপূর্ণ সড়কটি সওজ-এর পক্ষ থেকে উক্ত বেইলী ব্রিজটি তৈরি করে দেওয়া হলেও ব্রিজটির দু’পাশে গর্ত সৃষ্টি হয়ে থাকলে সাধারণ মানুষ চলাচল করতে ভিশন ভোগান্তিতে পড়ে।

 বাঁশখালী থানা পুলিশ কাজের উদ্দেশ্যে পুইঁছড়ি দিকে গিয়ে এইসব নজরে পড়লে এসআই রুবেল আফ্রাদ, এএসআই মোঃ আকতার হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য মিলে অন্য স্থান হইতে ইট এনে ভাঙা স্থান ভরাট করে মহানুভবতার পরিচয় দিলেন পুলিশ। 

বাঁশখালীর একমাত্র প্রধান সড়কের সাথে কক্সবাজারের পেকুয়া যাওয়ার একমাত্র পথ এটি। এখানে ব্রিজটি ভাঙা থাকায় ভারী কোনো যানবাহন চলাচল করতে পারছে না। তাছাড়া বর্তমানে বাঁশখালীর প্রধান সড়কের উন্নয়ন কাজও চলমান।সাধারণ জনগণ যত দ্রুত সম্ভব এ বেইলি ব্রিজের স্থলে স্থায়ী ব্রিজ নির্মাণে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন।সাথে চলমান প্রধান সড়কের উন্নয়ন কাজের রাস্তার দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা করার আহ্বান জানান তারা যাতে রাস্তার ও দু’পাশের পানি যথাসময়ে সরে যেতে পারে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, “পুলিশ সবসময় জনগণের সেবক হিসেবে কাজ করে তা চোখে পড়ে কম।”তিনি পুলিশের ভালো কাজগুলো সবার মাঝে তুলে ধরার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ