বাঁশখালীর সরলে বন্ধুকযুদ্ধে নিহত সহোদরের ১ম মৃত্যু বার্ষিকীতে এলাকাবাসীর শ্রদ্ধা

সংবাদদাতাঃ 
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন ৭ নং সরল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক সফল ইউপি সদস্য জাফর আহমদ ও তার ভাই খলিলুর রহমানের ১ম মৃত্যু বার্ষিকীতে এলাকার সর্বসাধারণ মরহুমদের কবরে পুষ্প অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

সোমবার (২২ জুন) বাদে নামাজে আছর আব্দুস সোবহান মিয়াজী জামে মসজিদ সংলগ্ন মরহুমের পারিবারিক কবর স্থানে এ শ্রদ্ধা নিবেদন করে।

মরহুমদের ১ম মৃত্যু বার্ষিকী স্বরণে পারিবারিক ভাবে খতমে কোরআন,খতমে তাহলীল ও ফাতেহা শরীফের আয়োজন করা হয়।
আব্দুস ছোবহান মিয়াজী জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা নেজাম উদ্দীনের সভাপতিত্বে মিলাদ ও কিয়াম শেষে মরহুমদের কবর জিয়ারত করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২২ জুন যৌথবাহিনীর অভিযানে সরলের জাফর মেম্বার ও তার ভাই খলিলুর রহমান নিহত হন। যৌথবাহিনীর তালিকায় তাদের নামে একাধিক মামলা হামলার অভিযোগ থাকলেও জনসাধারণেরর কাছে জাফর মেম্বার ও তার ভাই খলিলের বেশ জনপ্রিয়তা ছিল বলে খবর পাওয়া গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ