বাঁশখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোহাম্মদ এরশাদঃ
করোনাতে মরো না ঘরের থে‌কে নড়না"করোনা ভাইরাস বিস্তার রোধে, নিজের স্বার্থে, দেশের স্বার্থে ঘরেই অবস্থান করুন।আপদকালীন সময়ে আপনার পাশে থাকার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের ১৬ বাঁশখালী আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির নির্দেশনাই ছাত্রলীগ নেতা মিজানুর রহমান তালুকদারের নেতৃত্বে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় 'কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে বিশ্ব। একই অবস্থা বাংলাদেশেও। করোনা সংক্রমণ ঠেকাতে সারাদেশে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ভাইরাস প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া সারাদেশের ন্যায় বাঁশখালীতে ও ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রয়েছে।ঘরবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এতে বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের উপার্জন।ফলে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে'খাদ্য সামগ্রীসহ নানা ভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এসব নিম্ন আয়ের মানুষের প্রতি।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার  নিম্ন আয়ের কর্মহীন এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগ।


বাঁশখালী উপজেলা ছাত্রলীগ সদস্যদের নিজস্ব অর্থায়নে এবং তাদের বন্ধুদের সহযোগীতায়   উপজেলার  দিন মজুর, রিক্সা চালক, ভ্যানগাড়ী চালক, পরিবহন শ্রমিক,ফেরিওয়ালা ও চায়ের দোকানসহ কর্মহীন অসহায় প্রায় ৭০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে  চাল,  ডাল, আলু,  পেয়াজ, সয়াবিন তেল,সাবান
ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ হয়।

 উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগীতাই ছিলেন বাঁশখালী  উপজেলা ছাত্রলীগ নেতা আল আনচারী, মোহাম্মদ জাবের চৌধুরী, কামরুল ইসলাম।শেখেরখীল  ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ বাচ্চু। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদ সোহান, সাকিব, মোহাম্মদ আরফাত,মোহাম্মদ মান্নান, ইয়াছিন আরফাত, মান্নান মোহাম্মদ মিজবাহউর রহমান তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ