বাঁশখালীতে নিম্ন আয়ের মানুষের পাশে পশ্চিম বাঁশখালাী উন্নয়ন সংগ্রাম পরিষদ।

মোহাম্মদএরশাদঃকরোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে বাঁশখালী  উপজেলার বাহারছড়া ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের পাশে দাড়াল একটি সামাজিক সংগঠন পশ্চিম বাঁশখালা উন্নয়ন সংগ্রাম পরিষদ। নিজে বাঁচুন,অন্যকে বাঁচতে সহায়তা করুন এবং "সবাই ঘরে থাকুন" এ শ্লোগান কে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মিশকাতুল হক এবংসংগঠনের দায়িত্বশীল রিয়াদ,সেলিম,ইকবাল,এমরান,মিনহাজ,মুনছুর,রিদুয়ান,শাহেদ,এইয়ুব।
পশ্চিম বাঁশখালা উন্নয়ন সংগ্রাম পরিষদের নিজস্ব তহবিল  থেকে অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার নিম্ন আয়ের ১০০ পরিবারকে ৫ কেজি চাল,১কেজি ডাল,২কেজি আলু, ১লিটার তেল, ১ কেজি পেঁয়াজ ১ টা সাবান  দেওয়া হয়েছে।পরিশেষে বাঁশখালী উন্নয়ন সংগ্রামে পরিষদের সকল সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে অত্র সংগঠনের প্রবাসী সদস্য: রিয়াজ,জোবাইর,নোমান,ইব্রাহিম,হামিদ,ফারভেজ,সাহাব উদ্দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ