করোনা ভাইরাস থেকে মানুষকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন রামদাশ হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুন হাচান

মোহাম্মদ এরশাদঃবিশ্ব ব্যাপি করোনা ভাইরাস নামে মহামারী দেখা দিলে অধিকাংশ রাস্ট্র লকড়ানউন হয়ে রয়েছে,বর্তমানে এই মহামারী করোনা ভাইরাস আমাদের দেশেও দেখা দেওয়ায় দেশের মানুষকে এই মহামারী থেকে নিরাপদ রাখতে সরকার স্কুল, মাদ্রাসা, কলেজ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে মানুষকে সমাজিক দুরত্ব বজায় রাখা সহ যার যার ঘরে থাকার নির্দেশ দিয়েছে। সমাজিক সচেতনতা সহ মানুষকে নিরাপদ রাখতে এবং অপ্রয়োজনীয় যেনো ঘর থেকে বের না হয়, এই দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ প্রশানকে। এরই ধারাবাহিকতায় সরকারি নীতিমালা যথাযত বাস্তবায়ন করতে চট্টগ্রামের বাঁশখালীতে 

গুনাগারী রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মামুন হাচান জনসচেতনতা সহ গাড়ি চলাচল বন্ধ রাখতে এবং মানুষকে সরকারি নির্দেশনা অনুযায়ী দিনরাত ২৪ ঘন্টা রামদাশ হাট তদন্ত কেন্দ্রের চৌকস একজাক সাহসী পুলিশ ফৌর্স নিয়ে কাজ করে যাচ্ছেন।এই বিষয়ে জানতে চাইলে গুনাগারী রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মামুন বলেন, সরকারি নির্দেশনা ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশ বাস্তবায়ন করা আমার একান্ত দায়িত্ব, যাকে আমরা সেইন অভ কমান্ড। তিনি আরও বলেন শুধু পুলিশ হিসাবে নয় আমিও একজন মানুষ, মানুষ হিসেবে নিজে নিরাপদ থাকা এবং অন্যকে নিরাপদ রাখা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি,এটি এমন একটি ভাইরাস যা একজন থেকে অন্য জনের শরীরে প্রবেশ করে, সুতরাং  উপজেলার মানুষ নিরাপদ থাকলে আমারাও নিরাপদ থাকবো। তাই সবাইকে এই কথা বুঝাতে হবে, অন্যতাই সারা দেশে মহামারী দেখা দিবে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ