দিগন্ত দেবঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িত ইউনিয়নে বন্য হাতির আক্রমণে জহুরলাল দেব প্রকাশ কালাবাঁসি (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়ার পাহাড়ি এলাকা হিমছড়ির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া ৮ নম্বর ওয়ার্ডের রগুনাথ দেবের ছেলে। জহুরলাল একজন পেশায় রিকশাচালক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে তিনটি হাতি পাহাড় থেকে নেমে জহরলালের বাড়ির সামনে আলুখেতে দাঁড়িয়ে ছিল। তিনি বিষয়টি অন্ধকারে টের না পেয়ে হাতির খুব কাছে চলে যান। কাছে পেয়ে হাতির দল তার ওপর আক্রমণ করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী ইকোপার্ক ও নাপোড়া বন বিভাগের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। তিনি বলেন, খাদ্যসংকট ও আবাসস্থল দখল হওয়ার কারণে হাতিরা বেপরোয়া হয়ে বারবার লোকালয়ে আক্রমণ করছে।
বাঁশখালী থানার ওসি মুহাম্মদ রেজাউল করিম মজুমদার জানান, ঘটনাস্থলে পুলিশ তদন্তে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ