ঘাড়শির ২২২ তম সাহিত্য আড্ডা সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধিঃ
মনে কত কথাই জমা থাকে,কত চিন্তাই  ঘুরপাক খায় মগজে। বিশেষত যারা চিন্তাশীল ও সাহিত্যকে ভালোবাসে তাদের। 
কতই বা লেখা যায় কলমে। কতইবা সঞ্চিত করা যায় কাগজে। কিছু কথা লেখার চেয়ে বলতে পারাতেই স্বাচ্ছন্দ অনুভব করেন বক্তা, কিছু চিন্তা শেয়ার করাতেই স্বস্তি পান চিন্তক। আর এর জন্য প্রয়োজন সাহিত্য আড্ডার। তাই কর্মময় জীবনে ব্যাস্ততার মাঝে লেখালেখির মানুষগুলো কোনো আড্ডার আহবানে সাড়া দেন কাজকর্ম একপাশে রেখে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকালে চট্টগ্রাম সি আর বি তাসফিয়া গার্ডেন হলে    ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদের সভাপতি ছড়াকার ডাঃ বেলাল হোসেন উদয়নের আহবানে সমবেত হন ঘাডশির একদল আড্ডাবাজ।
ঘাডশি সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
কথন সম্পাদক ও গীতিকার ফারুক হাসান।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল।

সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন, ছড়াশিল্পী অভিলাষ মাহমুদ, গল্পকার খোবাইব হামদান, লেখক শাওন রানা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ