Recents in Beach

Google Play App

ডাঃ ফরুকের ভাতিজি জেএসসি'তে গোল্ডেন জিপিএ- ৫ অর্জন

মোহাম্মদ এরশাদঃ
সাবেক সিনিয়র কনসাল্টেন্ট ও শিশু বিশেষজ্ঞ ডা: ফররুখ আহমদ (ফারুখ)'র ছোট ভাই আবুল কালাম সওদাগরের দ্বিতীয় কন্যা নাজমুন্নিসা চৌধুরী জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি ) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। ২০১৯ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহন করে। ৩১ ডিসেম্বর সারা দেশের সকল মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে একসাথে জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে ডা: ফররুখ আহমদ (ফারুখ)'র ছোট ভাই আবুল কালাম সওদাগরের দ্বিতীয় কন্যা নাজমুন্নিসা চৌধুরী জেএসসিতে সাফল্যের সাথে এ+ অর্জন করেছে। 

এ বিষয় আবুল কালাম সওদাগরের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আলহামদুলিল্লাহ আমার ছোট মেয়ে নাজমুন্নিসা চৌধুরী  জেএসসি পরীক্ষায় এ+ অর্জন করছে এ জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদয় করেছি। আমি তার এই সাফল্য অর্জনে অত্যন্ত খুশি। আমার মেয়ের এ সাফল্য অর্জন যেন ওর শিক্ষা জীবনে ধরে রাখতে পারে সেই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি পাশাপাশি বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।আমার মেয়ের উজ্জল ভবিষৎ কামনায় সকলের নিকট দোয়া কামনা করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য