Recents in Beach

Google Play App

বাঁশখালীতে ৭দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলাই আ জ ম নাছির উদ্দীন

মোহাম্মদ এরশাদঃ 
চট্টগ্রামের বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ৬ষ্ঠ দিনে বাঁশখালী মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেনস চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ আ.জ.ম নাছির উদ্দীন । মেলা পরিষদ সদস্য প্রেমানন্দ চৌধুরী ও দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি মুক্তিযোদ্ধা শফর আলী । বিশেষ অতিথি ছিলেন জাসদ এর কার্যকরী পরিষদ সহ সভাপতি নুরুল আলম চৌধুরী মন্টু, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, কালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা পরিষদের চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম । বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা ফরহাদুল আলম, আতাউল্লাহ আল আজাদ, দাউদ মানিক, জিয়া উদ্দীন আরিফ, শামীম, মনসুরসহ বাঁশখালী উপজেলার মুক্তিযুদ্ধাগণ, মুক্তিযুদ্ধা পরিবারের সদস্য সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ প্রমুখ।
 প্রধান অতিথি বিজয় মঞ্চে উপস্থিত অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক শিল্পীদের ক্রেস্ট প্রদান করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য