বাঁশখালীতে ষ্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোগে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরীস্থ কাজীম চৌধুরী বাড়ী প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও ইসি কমিটির চেয়ারম্যান আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল্ বশিরুল ইসলাম, বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম মজুমদার, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটি’ঝ লিমিটেড এর পরিচালক তানভীর মোস্তফা চৌধুরী।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে কামাল মোস্তফা চৌধুরী বলেন, ‘গ্রামীন জনপদের অর্থশালী মনুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসলে শীতার্ত গরীব মানুষ আর শীতে কষ্ট পায়না।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়মিত ভাবে অসহায় হত দরিদ্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাঁশখালীতে ২৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ