বাঁশখালীতে গোয়াছ খলিফা ( রা) এর বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার  হযরত গোয়াছ খলিফা ( রাঃ) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় গোয়াছ খলিফার বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল আল্লামা জমির উদ্দীন নেছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত  প্রধান অতিথি ছিলেন অধ্যাপক এস এম আইয়ুব। প্রধান বক্তা ছিলেন আল্লামা হাসান রেজা। কাথারিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মুহাম্মদ মরিরুম মান্নান কামালী, আল্লামা সেকান্দর হোসেন, আল্লামা নুরুর হক।

হাসান রেজা বলেন, ইসলাম আল্লাহর ‍নিকট একমাত্র গ্রহণ যোগ্য ধর্ম। ইসলামের সঠিক পথে চলতে হলে আউলিয়াগণের পথ অনুসরন করতে হবে। কিন্তু বর্তমান সমাজে পীর আউলিয়াগণের মাজার ও ওরশ ‍নিয়ে যে গান বাজনা হয় ইসলাম তা পছন্দ করেনা।

তিনি আরো বলেন, হযরত গোয়াছ খলিফা (রা:) স্মৃতি সংসদ নামে যে স্মৃতি সংসদ গোয়াছ খলিফার য়ে বার্ষিক ওরশ পালন করতেছে তা বর্তমান সমাজে বিরল।

মরিরুম মান্নান কামালী বলেন, চট্টগ্রাম বার আউলিয়ার পূর্ণভূমি।চট্টগ্রামে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে পীর আউলিয়ার ভূমিকা অত্যাধিক। আমাদের উচিত গোয়াছ খলিফার মত মনিষীদের জীবন দর্শন অনুসরণ করা।

গভীর রাতে মিলাদ কিয়াম ও  মোনাজাতের পর তাবরুক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ