বাঁশখালীতে সড়কে ফাটল, ঝুঁকি নিয়ে যান চলাচল

জোবাইর চৌধুরীঃ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বশির মিয়াজীর বাজার এলাকায় খাল খননের ফলে ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কে ফাটল দেখা দিয়েছে। এ সড়ক দিয়ে বর্তমানে ঝুঁকি নিয়ে হালকা যানবাহন চলাচল করছে। ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের গোলাম আলী মুন্সির খালটি গত জুন মাসে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের মাধ্যমে ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়। খাল খনন কাজ শুরুর কিছুদিন যেতে না যেতেই স্থানীয় লোকজনের জমি থেকে মাটি খনন করায় বাধার মুখে পড়ে। এছাড়াও ঠিকাদারের লোকজন স্কেভেটর দিয়ে খাল থেকে মাটি খননের সময় ছলিমা বাপের পুল থেকে বশির উল্লাহ মিয়াজীর বাজার সড়কের বিভিন্ন স্থানে খাল খনন করতে গিয়ে সড়কটিতে ফাটল দেখা দিয়েছে।
সোমবার দুপুরে সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশখালী প্রধান সড়ক থেকে বাহারছড়ায় যাতায়াত জনগুরুত্বপূর্ণ এক অভ্যন্তরীণ সড়ক বশির মিয়াজী বাজার সড়ক। এই সড়ক প্রতিদিন অর্ধ লক্ষাধিক মানুষ বাহারছড়া হতে উপজেলা সদরসহ চট্টগ্রাম শহরে এবং বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ