আনোয়ারাতে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়ায় বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়

মোহাম্মদ এরশাদঃ  
৪৮তম জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার বালিকা ফুটবলে আনোয়ারা উপজেলা জোনে চ্যাম্পিয়ন হয়েছে তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়। গত ৭ সেপ্টেম্বর বিকালে আনোয়ারা উপজেলাস্থ সি,  ইউ, এফ এল মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় বনাম আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়। খেলার ১০ মিনিটের সময় পুর্ণিমা দাশের গোলে তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় ১-০  গোলে এগিয়ে থেকে  প্রথমার্ধে শেষে করে বিরতিতে যায়, দ্বিতীয়ার্ধে খেলা শুরুতে মিলি ও আফছানা পর পর দুর্দান্ত দুইটি গোল করে আবার আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে এগিয়ে নিয়ে যায়। খেলার শেষ বাঁশি বাজার  কিছু সময় বাকি তাকতে তৈলারদ্বীপের খেলোয়াড় মনি দারুণ এক গোল করে আবার খেলায় ২-২ গোলে সমতা আনে। শেষ পযন্ত দ্বিতীয়ার্ধে খেলা  ২-২ গোলে  অমীমাংসিত ভাবে শেষ হলে ট্রাইব্রেকারে গড়াই ম্যাচের ফল।সেই  ট্রাইব্রেকার নামক সোনার হরিণে তৈলারদ্বীপ বালিকা ফুটবল টিমের গোল রক্ষক কুমকুমের দারুণ গোল কিপিং নৈপুণ্যে একের পর এক পেনাল্টি সেইভ  করে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়কে  (৩-১) গোলে পরাজিত করতে সক্ষম হয়। ফলে তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন দুই বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও  উক্ত লীগ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 উক্ত ফাইনাল খেলা উপভোগ করতে এলাকার তরুন-তরুনী ও প্রবীনরা মাঠে ভিড় জমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ