স্বাক্ষরতা দিবস উপলক্ষে প্রসপেক্ট অব বাংলাদেশ কর্তৃক শিক্ষা সামগ্রী বিতরণ

স্বাক্ষরতা দিবস উপলক্ষে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা
ফতেপুর কুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব ও মেধাবী  শিক্ষার্থীদের মাঝে আজ ০৮ (সেপ্টেম্বর১৯  ইং) রবিবার, সকাল ১০ টা থেকে "প্রসপেক্ট অব বাংলাদেশ কর্তৃক"  শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় দায়িত্বরত ছিলেন প্রসপেক্ট অব বাংলাদেশ এর কেন্দ্রীয় শাখার আহ্বায়ক তাহলিল সাকিফ, যুগ্ম আহ্বায়ক খাদিজা রশ্নি শ্রাবন্তি, রুবায়েত ইসলাম এবং সদ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাজ্জাদ, সোহাগ, আবির, ইমরান, ফাহিম শাহরিয়ার ও মাসুদ।

২০১৮ সালের ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে "প্রসপেক্ট অব বাংলাদেশ" এর যাত্রা শুরু করে দেশের গরিব শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ও শিক্ষা সামগ্রী বিতরণের উদ্দেশ্য।

সংগঠনটি বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরকে পড়াশোনায় 
উৎসাহ প্রদান ও  শিক্ষা সামগ্রী বিতরণ করে নানানভাবে সহযোগিতা করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ