বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান পৌরসভা একাদশ

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর বিকেলে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন পৌরসভা একাদশ বনাম চাম্বল একাদশ। খেলায় ট্রাইবেকারে ৩-২ গোলে পৌরসভা একাদশ বিজয় লাভ করে। সেরা খেলোয়াড় হিসাবে নিবাচিত হয়েছে পৌরসভা একাদশ এর খেলোয়াড় মিশকাত। সেরা গোলদাতা হিসাবে নির্বাচিত হয়েছে পৌরসভার সজিব বডুয়া। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।এতে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল্ বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনিক রায়,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়সাল আলম,কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়–য়া, বাঁশখালী ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, পৌরসভা যুবলীগের আহবায়কমোঃ হামিদ উল্লাহ,উপজেলা ওলমালীগের সভাপতি মাওলানা আকতার হোসেন,পৌরসভার কাউন্সিলর রোজিনা সুলতানা রোজি, তপন বড়ুয়া, আজগর হোসেন,জাফর ইকবাল,জাহাঙ্গীর আলম, মোহাম্মদ খোরশেদ আলম, আতিকুল আলম, শাহাজান, আবদুর রহমানসহ উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,পৌর প্রশাসন,বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রপি তুলে দেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। এতে প্রধান অতিথি সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী গ্রাম এলাকায় ফুটবল মান উন্নয়নের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা চালু করেছে। এই খেলার মাধ্যমে প্রত্যন্ত এলাকা থেকে জাতীয় দলে খেলার জন্য যোগ্য খেলোয়াড় তৈরী হবে। ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর যুগান্তকারী এই পদক্ষেপ স্বাগত জানান। খেলাটি পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শিমুল বড়ুয়া, সহকারী হিসেবে  ছিলেন  হেলাল উদ্দিন,হুমায়ুন রশিদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ