বাঁশখালী ডিগ্রি কলেজে বৃক্ষরোপন কর্মসূচি ২০১৯ সম্পন্ন


মোহাম্মদ এরশাদঃ  
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহাব উদ্দিন এর সহযোগিতায় (২৮জুলাই) সোমবার কলেজে আডাই হাজার গাছের চারা সংগ্রহ করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হারুন উর রশীদ এ কর্মসূচির উদ্বোধন করে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে একটি করে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। এ কর্মসূচির আওতায় আডাই হাজার গাছের চারা রোপন করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচি পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল আহাদ, অধ্যাপক আবদুল গফুর, অধ্যাপক আলতাব উদ্দিন, অধ্যাপক জহিরউদ্দিন,অধ্যাপক রাহাত জাহান কুতুবীসহ কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী এতে অংশ গ্রহন করে।
বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহবায়ক ছিলেন  অধ্যাপক কমরুদ্দিন আহমদ এবং সদস্য অধ্যাপক মানিক দে, অধ্যাপক হেলাল উদ্দিন, অধ্যাপক জসীম উদ্দিন প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ