গণপিটুনি সমাধান নয়, গণপিটুনি ফৌজদারি অপরাধ।

মোহাম্মদ এরশাদঃ
রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত  কেন্দ্রের উদ্যেগে ছেলে ধরা ও গুজব সংক্রান্তে আলোচনা সভা (২৭ জুলাই) শনিবার সন্ধ্যা ৬ রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত  কেন্দ্রেরস্থ রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত  কেন্দ্রের ইনচার্জ মোঃ মামুন হাচানের সভাপতিত্বে সারা দেশের ন্যায় ছেলে ধরা ও গুজব সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত  আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার
৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আ ন. ম. শাহাদাত আলম, ডঃ ফারুক আহমেদ , এসময় আরো উপস্থিত ছিলেন এস আই আব্দুল মুনাফ, কফিল উদ্দিন এবায়দুল ইসলাম,ইউপি সদস্য আনোয়ার,  আজিজ, নুরুল মোস্তফা, ফরিদ আহমদ, সানন্ধ রুদ্র, ফিরোজ তালুকদার, নুরুল ইসলাম 
জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক আ ন ম ফারহাদুল আলম, সাবেক ইউপি সদস্য শফিকুল আলমসহ রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত  কেন্দ্রের সকল পুলিশ সদস্যসহ স্থানীয় জনসাধারণ এবং রামদাশ মুন্সির হাটের সকল ব্যবসায়ি বৃন্দ উপস্থিত, সভাপতির বক্তব্যে রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত  কেন্দ্রের ইনচার্জ মোঃ মামুন হাচান বলেন,গণপিটুনি সমাধান নয়, গুজব ছড়িয়ে গণপিটুনি দেওয়া মারাত্মক ফৌজদারি অপরাধ। ইসলাম ধর্মে গুজব সৃষ্টি ও গণপিটুনি হারাম। গণপিটুনিতে যারা যে ভাবেই অংশগ্রহণ করুক না কেন, সবাই সমান অপরাধী। গণপিটুনি হারাম ও সবচেয়ে বড় গোনাহ। এ সম্পর্কে কুরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট রয়েছে।
  বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার বক্তব্যে বলেন, ছেলেধরা গুজব ছড়িয়ে অনেকে শত্রুতা হাসিল করছে। ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে কেউ কোনো ঘটনা ঘটালে তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ