বাঁশখালীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন চলাকালীন সময়ে ধসে পড়লো ক্লিনিকের ছাঁদ

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া মধুখালী কমিউনিটি ক্লিনিকে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন চলাকালীন সময়ে ছাঁদ ধসে পড়েছে।শনিবার (২২ জুন) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। এসময় ক্লিনিকে আসা শিশুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।ছাদ ধসে পড়ে ঘটনাস্থলে সিয়াম নামের এক শিশু আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

স্থানীয়সূত্রে জানা যায়, ছনুয়া মধুখালী মছন ফকির বাড়ি কমিউনিটি ক্লিনিক ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও; দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন স্বাস্থ্যকর্মী শামিমা আক্তার। বিভিন্ন সময় ক্লিনিকটিতে ছাঁদ ধসে পড়ার মত ভয়ংকর দূর্ঘটনা ঘটলেও; কর্তৃপক্ষের টনক নড়েনি। সর্বশেষ গতকাল ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন চলাকালীন সময়ে ছাদ ধসের ঘটনা ঘটে।
জনগুরুত্বপূর্ণ ক্লিনিকটি সংস্কার করা অতিব জরুরি মনে করেন সচেতন মহল। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

ঘটনাস্থলে থাকা বিশিষ্ট সমাজসেবক এম.ছরওয়ার আলম এ প্রতিবেদককে বলেন," আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব গ্রামের হতদরিদ্র মানুষ গুলোর কথা চিন্তা করে পুরানো দালানের পরির্বতে নতুন সি সি (দালান) নির্মাণের ব্যবস্থা করা হোক। এব্যাপারে আমি উধর্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবন নির্মাণের জন্য জোর আবেদন জানাচ্ছি।"

এব্যাপারে মধুখালী কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মী শামিমা আক্তার বলেন, "খুব বেশি চিন্তার মধ্যে আছি। কখন ছাঁদ ভেঙে মাথার উপর পড়ে।সেবা নিতে আসে এই কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন শত-শত রোগী, এমতাবস্থায় ক্লিনিক বন্ধ রাখাও সম্ভব না। এটা খুবই ঝুকিপূর্ণ, কখন কি দুর্ঘটনা হয়ে যায় বলা যায় না। তাই সিসিটি পূণঃনির্মাণের আবেদন  জানাচ্ছি।"
এদিকে এলাকাবাসী দ্রুত তাদের চিকিৎসা সেবার একমাত্র মাধ্যম ছনুয়া মধুখালী কমিউনিটি ক্লিনিকটি মেরামত করার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ