ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরেরর বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ  
দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি।
এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে দেশব্যাপি শুরু হয় বৃক্ষরোপণ অভিযান। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর কর্তৃক বাঁশখালী হামেদিয়া রহিমা আলিয়া মাদ্রাসায় বাস্তবায়িত হয় বৃক্ষরোপণ কর্মসূচি আলোচনা সভা ও শতাধিক বৃক্ষ বিতরন করা হয়।
 উক্ত বৃক্ষরোপণ অভিযানে  প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার অর্থ সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ আশেকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের সভাপতি ছাত্রনেতা সামশুল আরেফিন খালেদ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমরান খাঁনের সঞ্চলনায় উপস্হিত ছিলেন ছাত্রনেতা মুহাম্মদ নাসির উদ্দিন সুজন, ছাত্রনেতা মুহাম্মদ খোরশেদ হাশেমী, ছাত্রনেতা মুহাম্মদ জয়নাল আবেদিন, ছাত্রনেতা মুহাম্মদ নেজাম উদ্দিন, ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ নেছার উদ্দিন, ছাত্রনেতা মুহাম্মদ সাব্বির হোসাইন মঈন, ছাত্রনেতা সৈয়দ মুহাম্মদ হালিম প্রমূখ আরো অনেকেই। উক্ত আলোচনা সভা ও বৃক্ষরোপণ অভিযানে বক্তারা স্ব-দেশের উন্নয়নে সবাই স্বদেশবান্ধন যুগোপযোগী নিত্যনতুন কর্মসূচী গ্রহণের অঙ্গিকার ব্যাক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ