Recents in Beach

Google Play App

দক্ষিণ পূঁইছড়ীস্থ নূর বাপের জামে মসজিদের পুকুর ঘাট নির্মাণের জন্য নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে অনুদান প্রদান

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী উপজেলা ১১ নং পূঁইছড়ীস্থ ৩নং ওয়ার্ডের নূর বাপের জামে মসজিদের পুকুর ঘাট নির্মাণের জন্য মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি অনুদানের চাক হস্তান্তর করেন।
অনুদান গ্রহণ করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মৌলানা কামাল হোসেন ও সাধারণ সম্পাদক জহির আহমদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম হোছাইনী, জাকের হোসেন চৌধুরী বাচ্চু, ভিপি ইলিয়াস, আব্দুর রাজ্জাক প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য