বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইচুপ মাঝির বাড়িতে, যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা

বাহারছড়া নিজস্ব সংবাদদাতাঃ
বাঁশখালী উপজেলার  ৪ নং বাহারছড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডস্থ দক্ষিন পাড়া ইচুপ মাঝির বাড়ির নাম সাধারণ   মানুষের কা নে শুনলে শরীরের লোম উঠে মানুষের পরিচিত এই বাড়িটিতে সরজমিনে পরিদর্শন করতে গিয়ে এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে উক্ত বাড়িটিতে সব সময় লেগে তাকে মারামারি  ডাঙা হাংগামার বিরোধের ঘটনা,তার ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার যের দরে গত ১২ এপ্রিল রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে নয়নের বসবাসের ঘরটিতে আগুন লাগিয়ে দিলে বাঁশখালী ফাইয়ার সাভির্স ও সিভিল  ডিফেন্স এর সহায়তা আগুন নিয়ন্ত্রণ আনলেও নয়নের বসবাসের ঘরটি পুড়ে চাই হয়ে যায়,আগুন নিয়ন্ত্রণের পর ঘটনা স্হান পরিদর্শন করেন বাঁশখালী থানার ডি,জি,এম,নাজমুল হক,  পুলিশ প্রশাসনের কর্মকর্তা।এর পরেও আজও কোন পক্ষকে সমাতায় আনতে পারেনি,গত ২৭ সোমবার সরল থেকে কাজ করতে আসা দিন মজুর আনচার(২৭) নামের লোকটি রেহায় পাইনি,দিন মজুর লোকটিকে দা দিয়ে অতর্কিত ভাবে কুপিয়ে মারাত্মক বাবে জকম করে, তাকে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে আসলে হোসেন গুরুপের লোকজন বৃষ্টির মত গুলি করলে গুলিবৃদ্ব হয় দিদার গুরুপের পনের বছর বয়সী মোঃ জাহেদ সহ দুই জন গুলিবৃদ্ব হলে গুরুতর অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে নিলে, রোগীর অবস্থা আশংকা জনক হলে, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করার জন্য বলেন,বর্তমানে দুই জন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসা সাধিন অবস্থায় রয়েছে।পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের প্রতি স্থানীয় দের জোর দাবি এলাকায় যে সব  লোক সন্ত্রাস করে, মানুষকে অস্ত্র দিয়ে ক্ষতি করে, এলাকায় অস্ত্রের রাজর্ত করতেছে তাদের সনাক্ত করে হাতে নাতে অস্ত্র সহ দরে দৃষ্টান্ত মূলুক শাস্তি প্রদান করলে পরিস্থিতি আগের মতো সভাবিক ভাবে ফিরে আসবে বলে স্থানীয় জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ